Logo
শনিবার, ১৭ এপ্রিল, ২০২১ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা

প্রকাশের সময়: ৯:৪০ পূর্বাহ্ণ - মঙ্গলবার | মে ২১, ২০১৯

তৃতীয় মাত্রা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে মো. রফিক (২১) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত রফিক ১নং ওয়ার্ড বড়বিল এলাকার ওহাব মিয়া সওদাগরের ছেলে। তিনি চট্টগ্রামের হোটেলবয় হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, রমজানে মাসে হোটেল বন্ধ থাকায় রফিক উপজেলার তিনটহরী ইউনিয়নের বাড়িতে ছিলেন।

মানিকছড়ি থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, কে বা কারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Read previous post:
হতে পারেন অটোমোবাইল ইঞ্জিনিয়ার!

তৃতীয় মাত্রা : বর্তমান যুগে ক্যারিয়ার গড়তে প্রয়োজন নিশ্চিত ও কর্মমুখী শিক্ষা এবং এর সাথে সঠিক দিক নির্দেশনা। এই অবস্থায়...

Close

উপরে