Logo
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

বিকেএমইএর ২০তম এজিএম ও ২২তম বছর পূর্তি অনুষ্ঠিত

প্রকাশের সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ - সোমবার | নভেম্বর ১৯, ২০১৮

তৃতীয় মাত্রা :

নিটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএর ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। সংগঠনের প্রথম সহসভাপতি মনসুর আহমেদ, দ্বিতীয় সহসভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি (অর্থ) হুমায়ুন কবীর খাঁন শিল্পী প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। এজিএম শেষে একই ভেনুতে বিকেএমইএর ২২ বছর পূর্তি উত্সব ও সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কেক কেটে সংগঠনের ২২ বছর পূর্তি উদযাপন করেন সভাপতি একেএম সেলিম ওসমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল। —বিজ্ঞপ্তি

Read previous post:
সেবা খাতে রফতানি প্রবৃদ্ধি ৫৫%

তৃতীয় মাত্রা : চলতি অর্থবছরের (২০১৮-১৯) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের সেবা খাতে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৫৫ দশমিক ৫২ শতাংশ। গতকাল...

Close

উপরে