Logo
শনিবার, ০৪ জুলাই, ২০২০ | ২০শে আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ

ফণীর প্রভাবের মধ্যেই শক্তিশালী ভূমিকম্পের সতর্কতা জারি! (ভিডিও)

প্রকাশের সময়: ৯:২০ পূর্বাহ্ণ - শুক্রবার | মে ৩, ২০১৯

তৃতীয় মাত্রা :

ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণী। ফণীর আঘাত থেকে বাঁচতে এরই মধ্যে বাংলাদেশ- ভারতে জারি করা হয়েছে সতর্কতা। দুই দেশেই মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। উভয় দেশের সরকারের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসেবে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এদিকে ঘূণিঝড় ফণীর এই আতঙ্কের মধ্যেই জারি হলো প্রবল ভূমিকম্প সতর্কতাও। আবহাওয়া দফতরের মতো ভূমিকম্পের পূর্বাভাস দেয় ডিট্রিয়ানাম নামের একটি সংস্থা। গ্রহ-নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে তারা দাবি করছে, আগামী শুক্রবার প্রবল ভূমিকম্প হতে পারে।

ডিট্রিয়ানাম জানিয়েছে, বুধ, শুক্র ও নেপচুন গ্রহ এখন একই সরল রেখায় অবস্থান করছে। তাছাড়া আরও আছে পৃথিবী, চাঁদ ও নেপচুন। আর এর ফলে শুক্রবার বিশ্বের যেকোনো প্রান্তে হতে পারে প্রবল ভূমিকম্প।

রিখটার স্কেলে কম্পনের প্রবল এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮। ঠিক একই অবস্থানে গত শতাব্দীর শুরুতে ১৯০৬ সালে ভূমিকম্প হয়েছিল দক্ষিণ আমেরিকায়।

১৯০৬ সালের ৩১ জানুয়ারি দক্ষিণ আমেরিকার ইকুয়েডর উপকূলে প্রশান্ত মহাসাগরে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি হয়েছিল। ২০১২ সালের ১১ এপ্রিল সুমাত্রার উপকূলেও দুটি ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৮।

ভিডিও: 

 

Read previous post:
ঘূর্ণিঝড় ফণী : নেতাকর্মীদের প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

তৃতীয় মাত্রা : ঘূর্ণিঝড় ফণী আঘাতের পর আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়তে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ...

Close

উপরে