Logo
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ | ৪ঠা মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ

গলার ক্যানসারের প্রাথমিক লক্ষণ

প্রকাশের সময়: ৫:৩০ পূর্বাহ্ণ - শুক্রবার | অক্টোবর ১৯, ২০১৮

তৃতীয় মাত্রা :

বর্তমানে পৃথিবীতে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ক্যান্সারে মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা  জরুরি। বিভিন্ন ধরণের ক্যান্সারের মধ্যে একটি হলো গলার ক্যানসার। বিশেষ করে পুরুষরা এ রোগে বেশি আক্রান্ত হন।

গলার ক্যানসারের ফলে রয়েছে মৃত্যুর ঝুঁকিও। তবে, প্রথম পর্যায়ে এ ক্যানসার ধরা পড়লে, যথাযথ চিকিৎসায় সেরে ওঠা সম্ভব। এজন্য গলার ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলোর সম্পর্কে জানা দরকার। গলার ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো হলো-

১. গলায় ব্যথা ও খাবার গিলতে সমস্যা হতে পারে। এমন কোনো লক্ষণ দেখলে অবহেলা করবেন না।

২. টানা ৪-৫ দিন কানে ব্যথা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

৩. গলার ক্যানসারের প্রথম লক্ষণ হতে পারে কাশি। তাই এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাশি হলে চিকিৎসকের কাছে যান।

৪. বয়ঃসন্ধির কারণে ছেলেদের গলার স্বর বদলে যায়। ঠান্ডা লাগার কারণেও কখনও কখনও গলার স্বর ভেঙে যায়। কিন্তু অসময়ে গলার স্বর ভেঙে গেলে ও সেটি অনেক দিন ধরে না সারলে সাবধান হোন।

৫. মুখে ঘা হলে এবং সেটি ১৫ থেকে ২০ দিনেও না সারলে চিকিৎসকের কাছে যান। সূত্র: জিনিউজ

Read previous post:
পা ফাটা রোধে করণীয়

তৃতীয় মাত্রা : পা ফাটা একটি পরিচিত সমস্যা। অনেকে সারাবছরই এই সমস্যায় ভোগেন। কারও কারও আবার শীতের শুরুতে বা আগ...

Close

উপরে