Logo
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত একটি রাজনৈতিক খুনিচক্র: তথ্যমন্ত্রী

প্রকাশের সময়: ৬:২৬ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ১১, ২০১৮

 

কারেন্টনিউজ ডটকম ডটবিডি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনতার আদালতের পর আইনের আদালতে আবারও প্রমাণ হলো, বিএনপি-জামায়াত একটি রাজনৈতিক খুনিচক্র। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আরো বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করাই বিএনপি-জামায়াতের রাজনীতি।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। হাসানুল হক ইনু আরো বলেন, বিএনপি-জামায়াত খুনিচক্রের সঙ্গে ড. কামাল হোসেনের ওকালতি রাজনৈতিক বিশ্বাসঘাতকতা। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফসহ দলীয় ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read previous post:
মেসি-রোনাল্ডো নয়, ব্যালন ডি’অর জিতছেন সালাহ!

তৃতীয় মাত্রা লিভারপুলের হয়ে গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছেন মোহামেদ সালাহ। সব মিলিয়ে করেছেন ৪৪ গোল। সেই সুবাদে জিতেছেন অসংখ্য...

Close

উপরে