Logo
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ

‌অবশেষে মুক্তি পেলো বহু প্রতিক্ষিত ‘‌কলঙ্ক’এ‌র টিজার

প্রকাশের সময়: ৬:৫৬ অপরাহ্ণ - শুক্রবার | মার্চ ১৫, ২০১৯

তৃতীয় মাত্রা :

বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নতুন হিন্দি ছবি ‘‌কলঙ্ক’‌এর নানা ছবি। এই ছবিকে নিজের ড্রিম প্রোজেক্ট বলে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন করণ জোহর।

গত তিনদিন ধরে টানা নতুন ছবির নানা মূহুর্তে ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। তারপর থেকে বিনোদন দুনিয়া যেন তাকিয়েছিল ছবির টিজারের জন্য। মঙ্গলবার শুভক্ষণে মুক্তি পেল ছবির টিজার। অনেকটা স্বপ্নের মতো বোনা হয়েছে সেট।

খরচে যে কোনো কমতি রাখেননি করণ সেটা টিজার দেখেই বোঝা গেছে। আলিয়া–বরুণের জুটিকে আবারো দেখার সুযোগ করে দিয়েছে ‘‌কলঙ্ক’‌। তার থেকেও বড় চমক সঞ্জয় দত্ত–মাধুরী দিক্ষিত। দীর্ঘ কয়েক বছর পরে আবার একসঙ্গে দেখা যাবে বলিউডের এই হিট জুটিকে।

শেষ কয়েকবছর ধরে তেমন কোনো হিট ছবি দিতে পারেননি করণ জোহর। পরিচালক হিসাবে একের পর ছবি ব্যর্থ হয়েছে তার। নতুন দের সুযোগ দিয়েছেন ঠিকই, কিন্তু মারকাটারি হিট হিট ছবি তার থেকে পাননি ভারতীয় দর্শকরা। দেখার, এত সম্ভবনা তৈরি করার পর করণের নতুন ছবি বক্স অফিস মাতাতে পারে কি না।

Read previous post:
জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ শনিবার থেকে শুরু

তৃতীয় মাত্রা : জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জনগণের সুলভপ্রাপ্তির লক্ষ্যে জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ শনিবার থেকে শুরু হচ্ছে।...

Close

উপরে