Logo
বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮ | ১২ই বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ

খুশি করতে যা করলেন প্রভাস

প্রকাশের সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ - বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৪, ২০১৭

তৃতীয়মাত্রা :

‘বাহুবলী’-র তুমুল সাফল্যের পর প্রভাসের পরবর্তী ছবি সাহো’তে নায়িকা কে হবেন সেটা নিয়ে বেশ কিছু জল্পনার পর নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন শ্রদ্ধা কাপুর। বর্তমানে শ্রদ্ধা ও প্রভাস-সহ ‘সাহো’ টিম হায়দরাবাদে শ্যুটিংয়ে ব্যস্ত।
‘সাহো’ ছবিতে অভিনয় করতে পেরে শ্রদ্ধা যে খুব খুশি, সেই কথা তিনি আগেই জানিয়েছিলেন। আর এবার তো প্রভাস যা করলেন তাতে শ্রদ্ধা একেবারে আহ্লাদে আটখানা। নায়িকা আপ্যায়ন করতে তাঁকে একেবারে পঞ্চব্যঞ্জন খাওয়ালেন প্রভাস ও ‘সাহো’ টিম।

সেই পঞ্চব্যঞ্জনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রদ্ধা। দেখা যাচ্ছে, সেই মেনুতে রয়েছে প্রায় ১৮ থেকে ২০ রকমের পদ। প্রত্যেকটি পদই হায়দরাবাদের রান্না।

শুধু খাবারই নয়, ‘সাহো’-র শ্যুটিং-এর জন্য পুরো টিমকে ফুলের তোড়া দিয়েও শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা। প্রভাস নিজেও ছবিটি নিয়ে ইতিবাচক। এক সংবাদমাধ্যমের কাছে তিনি জানান যে, ‘সাহো’ নাকি ‘বাহুবলী’-র থেকেও বেশি দর্শক জনপ্রিয়তা পাবে।

‘বাহুবলী’-র তুমুল সাফল্যের পর প্রভাসের পরবর্তী ছবি সাহো’তে নায়িকা কে হবেন সেটা নিয়ে বেশ কিছু জল্পনার পর নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন শ্রদ্ধা কাপুর। বর্তমানে শ্রদ্ধা ও প্রভাস-সহ ‘সাহো’ টিম হায়দরাবাদে শ্যুটিংয়ে ব্যস্ত।
‘সাহো’ ছবিতে অভিনয় করতে পেরে শ্রদ্ধা যে খুব খুশি, সেই কথা তিনি আগেই জানিয়েছিলেন। আর এবার তো প্রভাস যা করলেন তাতে শ্রদ্ধা একেবারে আহ্লাদে আটখানা। নায়িকা আপ্যায়ন করতে তাঁকে একেবারে পঞ্চব্যঞ্জন খাওয়ালেন প্রভাস ও ‘সাহো’ টিম।

সেই পঞ্চব্যঞ্জনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শ্রদ্ধা। দেখা যাচ্ছে, সেই মেনুতে রয়েছে প্রায় ১৮ থেকে ২০ রকমের পদ। প্রত্যেকটি পদই হায়দরাবাদের রান্না।

শুধু খাবারই নয়, ‘সাহো’-র শ্যুটিং-এর জন্য পুরো টিমকে ফুলের তোড়া দিয়েও শুভেচ্ছা জানিয়েছেন শ্রদ্ধা। প্রভাস নিজেও ছবিটি নিয়ে ইতিবাচক। এক সংবাদমাধ্যমের কাছে তিনি জানান যে, ‘সাহো’ নাকি ‘বাহুবলী’-র থেকেও বেশি দর্শক জনপ্রিয়তা পাবে।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
পুজা উদযাপন পরিষদের সভাপতি’র বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

তৃতীয়মাত্রা : শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদের সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান...

Close

উপরে