Logo
শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ | ৮ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ

আবারও এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট

প্রকাশের সময়: ২:৫০ অপরাহ্ণ - সোমবার | মার্চ ৪, ২০১৯

তৃতীয় মাত্রা :

সবশেষ ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া হয়েছিলো ক্রিকেট। তবে আবারও তা ফেরানো হচ্ছে। ২০২২ সালে চীনের হ্যাংঝৌতে এশিয়ান গেমসের ১৯তম আসরে অন্তর্ভূক্ত হবে টি-টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেট।

রোববার (০৩ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) এক সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। ওসিএর ভাইস প্রেসিডেন্ট রণধীর সিং বার্তা সংস্থা পিটিআইকে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, ২০২২ হ্যাংঝৌ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ব্যস্ত সূচির কারণ দেখিয়ে ২০১০, ২০১৪ এশিয়ান গেমসে অংশ নেয়নি ভারতীয় ক্রিকেট দল। এক পর্যায়ে ক্রিকেট দলগুলোর অনীহার কারণ দেখিয়ে ২০১৮ সালে বাদ দেওয়া হয় ক্রিকেট। তবে আবারও ক্রিকেটকে অন্তর্ভূক্ত করায় ভারত ও অন্যান্য দলগুলো স্বাগতম জানিয়েছে।

Read previous post:
মাশরাফি ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে

তৃতীয় মাত্রা : নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে নির্বাচনী এলাকা ও জন্মস্থান নড়াইলে সময় কাটাচ্ছিলেন মাশরাফি বিন মর্তুজা। হঠাৎই খবর...

Close

উপরে