Logo
সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ | ২৬শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

অপূর্ব-তানিয়াে একসঙ্গে কাজ করছেন বিজ্ঞাপনে

প্রকাশের সময়: ৫:৫৬ অপরাহ্ণ - শনিবার | সেপ্টেম্বর ২২, ২০১৮

তৃতীয় মাত্রা :

টিভি নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব আজ এফডিসিতে বিশাল এক সেটে কাজ করছেন। এখানে তার সঙ্গে কাজ করছেন মডেল-অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তবে এটা কোনো নাটকের সেট না, নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞাপন নির্মাতা রিমন মেহেদী। তিনি জানান,  একটি ইলেক্ট্রনিক পণ্য প্রতিষ্ঠানের  সিলিং ফ্যানের বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করছেন তারা। অপূর্ব বলেন, শুটিংয়ের জন্যই মূলত আজ এফডিসিতে আসা। বিশাল সেটে বিশাল আয়োজনে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। সকাল থেকেই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছি।

তানিয়া বৃষ্টি বলেন, রিমন মেহদী ভাইয়ার নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। বেশ আয়োজনের মধ্য দিয়ে বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে। অপূর্ব ভাইয়াও যথেষ্ট আন্তরিক। আশা করছি, আমাদের নতুন এই কাজটি দর্শকরা পছন্দ করবেন। খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলেও জানা যায়। মানবজমিন

Read previous post:
ত্রিপলিতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সংঘর্ষে নিহত ৯৬

  লিবিয়ার রাজধানী ত্রিপলিতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে অন্তত ৯৬ জন। দেশটির কর্তৃপক্ষ জানায়, ‘নিহতদের মধ্যে...

Close

উপরে