Logo
মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ | ২৯শে কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সাম্মানিক ডি-লিট পেলেন সৌমিত্র

প্রকাশের সময়: ১২:৩৫ অপরাহ্ণ - বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৩, ২০১৮

তৃতীয় মাত্রা :

ভারতের কিংবদন্তি অভিনেতা, নাট্যব্যক্তিত্ব ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়কে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য সাম্মানিক ডি-লিট প্রদান করেছে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন ৩-এ আয়োজিত বিশেষ সমাবর্তন উৎসবে এ গুণী অভিনেতার হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অনুরাধা লোহিয়া। ডি-লিট গ্রহণের পর সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, আমার অভিনয় যদি একজনের মুখেও হাসি ফুটিয়ে থাকে, যদি একজনকেও বেঁচে থাকতে সাহায্য করে থাকে, সেটাই আমার শিল্পীসত্তার বড় প্রাপ্তি। সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘ ৬০ বছর চলচ্চিত্র, নাটক আর আবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছেন। পেয়েছেন ভারতের সাংস্কৃতিক অঙ্গনের সর্বোচ্চ বেসরকারি রাষ্ট্রীয় সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। এছাড়া তিনি ৮টি বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডি-লিট। এছাড়া তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভূষণ’, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সংগীত-নাটক একাডেমি সম্মান, ফিল্মফেয়ার পুরস্কারসহ আরো নানা সম্মান ও পদক।

Read previous post:
নয়া প্রেমে আনুশকা

তৃতীয় মাত্রা : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও বিরাট কোহলির প্রেম-বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ইতালিতে রাজকীয় বিয়ে নিয়েও তাদের...

Close

উপরে