Logo
মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ | ১০ই আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ

নয়া প্রেমে আনুশকা

প্রকাশের সময়: ১২:৩৩ অপরাহ্ণ - বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৩, ২০১৮

তৃতীয় মাত্রা :

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও বিরাট কোহলির প্রেম-বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ইতালিতে রাজকীয় বিয়ে নিয়েও তাদের ভক্তদের আগ্রহ ও কৌতুহল ছিলো অনেক। বিয়ের পর খুব বেশি দিন যায়নি। তারই মাঝে অন্য কাউকে মনে ধরেছে আনুশকার। নিজ মুখেই সে কথা জানালেন ‘সুই ধাগা’ অভিনেত্রী। তবে নিজের স্বামীর প্রতি এতটুকুও ভালবাসা কমেনি এ অভিনেত্রীর। এদিকে চলতি মাসের শেষেই মুক্তি পেতে চলেছে আনুশকার ছবি ‘সুই ধাগা’। তাই ছবির প্রচারে আপাতত ব্যস্ত তিনি।

শাড়ি পরে একজন সাধারণ গৃহবধূর চরিত্রে এই ছবিতে দেখা যাবে আনুশকাকে। আর এ ছবির শুটিং করতে করতে চান্দেরি শাড়ির প্রেমে পড়েছেন অভিনেত্রী। ছবির প্রচারে গিয়ে শাড়ি তৈরির কারিগরদের সঙ্গেও দেখা করেন আনুশকা। একটি শাড়ি তৈরিতে কত সময় যায়, কীভাবে শাড়ি তৈরি হয়, কত খরচ হয় এই সব শোনেন তিনি। কারিগরদের সঙ্গে কথা বলার পর মুগ্ধ হয়ে যান নায়িকা। নিজের জন্য ও অন্যান্যদের উপহার দেওয়ার জন্য ৩৫টি শাড়ি কেনেন তিনি। মানবজমিন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
আনোয়ার হোসেন ছিলেন মুকুটহীন নবাব

তৃতীয় মাত্রা : তাকে বলা হয় বাংলার মুকুটবিহীন নবাব। খান আতার ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিটির নাম ভূমিকায় দাপুটে অভিনয় সুবাদে তিনি...

Close

উপরে