Logo
মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ | ৬ই অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ

বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮২ কোটি ১০ লাখ : জাতিসংঘ

প্রকাশের সময়: ৩:২৭ অপরাহ্ণ - বুধবার | সেপ্টেম্বর ১২, ২০১৮

তৃতীয় মাত্রা :

বিশ্বজুড়ে টানা তৃতীয় বছর ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়েছে। ২০১৭ সালে বিশ্বের ৮২ কোটি ১০ লাখ মানুষ ক্ষুধার্ত ছিল বলে জানিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই বছর বিশ্বের ৯ জনের একজনই প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। ক্ষুধার্ত মানুষের এ চিত্র তুলে ধরে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে আরো বলা হয়, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ১৫ কোটির দৈহিক স্বাভাবিক বিকাশ আটকে আছে পুষ্টিহীনতায়। যা বিশ্বের মোট শিশুর ২২ শতাংশ।

গবেষকরা বলছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলে বেড়ে গেছে বন্যা, তাপদাহ, ঝড়, খরা। প্রতিকূল আবহাওয়া ক্ষুধা মেটানোর শস্য উৎপাদনকে ব্যাহত করছে। এই সঙ্কট থেকে উত্তরণে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল সম্মিলিতভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে।

Read previous post:
আত্রাইয়ে মনোনয়ন প্রত্যাশী আ’লীগ নেতা শেখ রফিকুল ইসলামের গনসংযোগ

তৃতীয় মাত্রা : নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলায় বইছে নির্বাচনের হাওয়া। প্রধান দুই...

Close

উপরে