Logo
বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ | ৪ঠা মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে কৃষিবাজার অচলাবস্থা

প্রকাশের সময়: ২:৫৩ অপরাহ্ণ - শুক্রবার | সেপ্টেম্বর ৭, ২০১৮

তৃতীয় মাত্রা :

মো.সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : লাভের অংক পুরোটা পাবে প্রত্যন্ত অঞ্চলের চাষিরা আর ক্রেতারাও উচ্চ মুল্যের হাত থেকে রেহাই পাবে এমন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নির্মিত হওয়া ঠাকুরগাঁওয়ের কৃষি বাজার গুলো এখন অচলাবস্থা। কয়েকটি মার্কেট স্টক ব্যবসায়ীরা ভাড়া নিয়ে চালু রাখলেও মুল উদ্দেশ্য ব্যহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই মার্কেট গুলো প্রকৃত পক্ষে চালু রাখা গেলে এ অঞ্চলের কৃষকরা উৎপাদিত পন্যের ন্যায্য দাম পাবে এমন অভিমত কৃষি বিভাগ ও উন্নয়ন কর্মীদের। তবে বিপনন বিভাগ বলছে, গ্রæপের সদস্যরা যেন মার্কেটমুখী হয় সে চেষ্টাই চলছে। জেলার ৮৫ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানে ধান-গমের পর্যাপ্ত উৎপাদন ছাড়াও বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফলমুল উৎপাদন করে আসছে এই জেলার কৃষকরা। কিন্তু যে পরিমান কৃষি পন্য উৎপাদন হয়, সে তুলনায় দাম পায়না চাষিরা। আর ক্রেতারাও পাইকার-ফড়িয়াদের খপ্পরে পরে অধিক দামে পন্য কিনতে হচ্ছে। তাই পন্য কেনা বেচার অধিকাংশ লভ্যাংশ চলে যায় মধ্যস্বত্তভোগী ও ফড়িয়াদের পকেটে। কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করার লক্ষ্যে ২০০৭ সালে এনসিডিপি প্রকল্পের আওতায় ১৩ কোটি টাকা ব্যয়ে জেলায় ৬টি গ্রোয়াস মার্কেট বা কৃষি বাজার নির্মান করে জেলা বিপনন অধিদপ্তর। এখানে রয়েছে মহিলা ও পুরুষ উদ্যোক্তাদের পন্য বিক্রি করার সু-ব্যবস্থা। রয়েছে পন্য সংরক্ষনে হিমঘর, বিশ্রামাগার ও টয়লেট। কিন্তু মার্কেট নির্মানের পর আর আলোর মুখ দেখেনি। এখানে নেই ক্রেতা বা বিক্রেতা। অবহেলা আর অযতেœ পরে আছে বাজার গুলো এমন অভিযোগ স্থানীয়দের। ঠাকুরগাঁও জেলা মার্কেটিং অফিসার জিয়াউল ইসলাম বলেন, এ বাজার গুলো স্টক ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে নাম মাত্র রাজস্ব আয় করছে। ওই বিভাগ মুল উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে দাবি করে তিনি জানান, গ্রæপ সদস্যদের বাজার মুখী করার বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। এদিকে জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আফতাব হোসেন বলেন, কৃষি বাজার গুলো কাজকর্মে স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছে। এখন প্রয়োজন সচল রাখা। এজন্য জেলা প্রাশাসন-বিপনন বিভাগ ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগ নিয়ে চালু করা যেতে পারে। চালু হলে এ এলাকার কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে। এমন অভিমত উন্নয়ন কর্মীদেরও। এ কৃষি বাজার গুলো চালু হলে কৃষকরা যেমন পাবে ফসলের ন্যায্য দাম, অন্যদিকে ক্রেতারাও পন্যের উচ্চ মূল্য থেকে রেহাই পাবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষি বাজার গুলো চালু করার ব্যাপারে উদ্যোগী হবে এমন দাবি কৃষকদের।

Read previous post:
ফেঞ্চুগঞ্জের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী লুকুস পুলিশের খাঁচায় বন্দী

তৃতীয় মাত্রা : আব্দুল্লাহ আল নোমান (ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি): সিলেটের ফেঞ্চুগঞ্জের  কুখ্যাত ইয়াবা  ব্যবসায়ী লুকুস মিয়া (৪৩) -কে ৫পিচ  ইয়াবা সহ...

Close

উপরে