Logo
বুধবার, ১৭ জুলাই, ২০১৯ | ২রা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

বুবলীর নতুন ছবির শুটিং শুরু ১৫ই ফেব্রুয়ারি থেকে

প্রকাশের সময়: ১০:৫৮ পূর্বাহ্ণ - শনিবার | ফেব্রুয়ারি ২, ২০১৯

তৃতীয় মাত্রা :

চিত্রনায়িকা শবনম বুবলী। এরইমধ্যে বেশকিছু ছবিতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। নতুন বছর শুরু হলেও এখনো নতুন ছবির শুটিং শুরু করেননি তিনি। তবে আসছে ১৫ই ফেব্রুয়ারি থেকে নতুন ছবির শুটিং শুরু করবেন এ নায়িকা। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী। ছবির নাম আপাতত রাখা হয়েছে ‘পাসওয়ার্ড’। বুবলী জানান, ছবির নাম পরিবর্তনও হতে পারে। তবে প্রাথমিকভাবে নতুন এ ছবির নাম ‘পাসওয়ার্ড’ রাখা হয়েছে।

এস কে ফিল্মস থেকে এ ছবির শুটিং শুরু করতে যাচ্ছি। কমলাপুর এ ছবির প্রথম দিনের শুটিং শুরু হবে। এরপর ঢাকার বাইরে বাকি কাজ হবে। এ ছবির মধ্য দিয়ে ক্যামেরার সামনে চলতি বছর কাজ শুরু হবে আমার। কাজটি নিয়ে আমি আশাবাদী। ছবিতে বুবলীর নায়ক হিসেবে দর্শক শাকিব খানকে দেখতে পাবেন। এ ছবির সহ-প্রযোজক হিসেবে থাকছেন এমডি ইকবাল। এ ছবির বাইরে আরো দুটি নতুন ছবিতে দেখা যাবে বুবলীকে। ২০১৬ সালের কোরবানির ঈদে ‘শুটার’ ও ‘বসগিরি’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর। দুটি ছবিতেই তার নায়ক ছিলেন শাকিব খান। পরের বছরও কোরবানির ঈদে মুক্তি পায় বুবলির দুই ছবি ‘রংবাজ’ ও ‘অহংকার’। এরপর সবশেষ গত বছর ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’, ‘সুপার হিরো’ ও ‘ক্যাপ্টেন খান’ নামের তিনটি ছবি মুক্তি পায় তার। এ বছর পরিচালক শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ছবির কাজ করছেন তিনি। এ ছবিতেও তার নায়ক হিসেবে দর্শকরা শাকিব খানকে দেখতে পাবেন। এছাড়া গুণী নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ ছবির কাজও সামনে শুরু হবে। এ ছবিতে শাকিব খান ও বুবলীকে দর্শকরা দেখতে পাবেন। ‘বীর’-এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে এপ্রিলে। তাই ধারণা করা হচ্ছে, চলতি বছরও বুবলী অভিনীত তিনটি ছবি অন্তত মুক্তি পাবে।

Read previous post:
ভালো কিছু গল্পের ছবিতে কাজ করব এ বছর : মিম

তৃতীয় মাত্রা : ভালো কিছু গল্পের ছবিতে কাজ করব এ বছর। প্রতি বছর এমন চাওয়া থাকলেও সঠিক গল্পের দেখা পাওয়া...

Close

উপরে