Logo
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ | ৬ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে পটুয়াখালী ছাত্রলীগের মানববন্ধন

প্রকাশের সময়: ১০:২৩ অপরাহ্ণ - রবিবার | আগস্ট ১২, ২০১৮

তৃতীয় মাত্রা

হৃদয় আশিষ, পটুয়াখালী: বঙ্গবন্ধুর খুনিদের ইন্টাপুলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এসময় ছাত্রলীগ পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে স্মারক লিপিও প্রদান করেন।

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুঞার সঞ্চলনায় উক্ত মানববন্ধনে অংশ নেয় জেলা আওয়ামীর সাধারন সম্পাদক আলহাজ কাজী আলমগীর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ভিডি আব্দুল মান্নান, ও এ্যাগ গোলাম ছরোয়ার, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড তারিকুজ্জামান মনি,কলাপাড়া পৌর মেয়র বিপুল হালদার প্রমূখ।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার। মানববন্ধনে বক্তরা বলেন, অবিলম্বে বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিয়ে ইন্টার পুলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে সর্বচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া হোক। পরে জেলা প্রশাসক ড. মুহম্মাদ মাছুমুর রহমানের কাছে স্মারক লিপি প্রদান করেন ছাত্রলীগ।

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Read previous post:
মাদারীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে অটোবাইক শ্রমিক নিহত

তৃতীয় মাত্রা জাহিদ হাসান,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার চরমুগরীয়া এলাকায় বেল্লাল অটোবাইক সার্ভিসিং সেন্টারে শুক্রবার রাতে লিটন কারিকার (৩২)...

Close

উপরে