Logo
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ | ১লা কার্তিক, ১৪২৬ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ইয়াবাসহ ৫০ জন আটক

প্রকাশের সময়: ৩:২৬ অপরাহ্ণ - শনিবার | আগস্ট ১১, ২০১৮

তৃতীয় মাত্রা :

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফঃ সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা উদ্ধারের সাথে দুই জামায়াত কর্মীসহ ৫০ জনকে আটক করা হয়েছে । শুক্রবার সন্ধা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা হয়েছে ২৪ পিস ইয়াবাসহ বিভিন্ন  মাদক দ্রব্য। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে এ সকল তথ্য জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা অফিস সূূূূত্রে জানা গেছে,জেলার
আট থানা থেকে আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা থেকে ৬ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ৬ জন, দেবহাটা থানা থেকে ৪ জন এবং পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে পুুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
Read previous post:
মেলান্দহ যমুনার শাখা আলাই নদীর বন্দেখালী ব্রিজ ও সাদিবাটি বাজারে ভাঙ্গন

তৃতীয় মাত্রা : ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি : জামারপুরে বন্যার পানি হ্রাস বৃদ্ধির সাথে সাথে মেলান্দহ যমুনার শাখা নদীর বন্দেখালী...

Close

উপরে