Logo
শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ | ১১ই ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ

জলবিদ্যুতের ব্যাপারে নেপালের সঙ্গে সমঝোতা স্মারক সই

প্রকাশের সময়: ৪:৫৭ অপরাহ্ণ - শুক্রবার | আগস্ট ১০, ২০১৮
তৃতীয় মাত্রা :
জলবিদ্যুতের ব্যাপারে নেপালের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়ায় গতি আনতে এই সমঝোতা হচ্ছে। এ বিষয়ে নেপাল সরকার ইতিবাচক সাড়া দিচ্ছে।
আজ শুক্রবার দুপুরে কাঠমান্ডুতে নেপালের জ্বালানি, পানি ও সেচ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই হয়। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও নেপালের জ্বালানিমন্ত্রী বর্ষা মান পুন অনন্ত এ চুক্তি সই করেন।
জানা গেছে, এই সমঝোতার আওতায় নেপাল থেকে ভারত হয়ে জলবিদ্যুৎ আমদানি ছাড়াও নেপালের বিদ্যুৎখাতে বাংলাদেশের সরকারি বা বেসরকারি কোম্পানির বিনিয়োগের বিষয়গুলো রয়েছে।
চুক্তির জন্য নেপাল সরকারকে ধন্যবাদ জানিয়ে নসরুল হামিদ বলেন, অনেক অপেক্ষার পর এই চুক্তি হল। বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে তিনি আশাবাদী।
Read previous post:
ছাগলনাইয়ায় ইয়াবা ব্যবসায়ী আবছার গ্রেফতার

তৃতীয় মাত্রা : নজরুল ইসলাম চৌধুরী, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ছাগলনাইয়া থানার পুলিশ।...

Close

উপরে