Logo
শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ | ১১ই ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আনন্দ মিছিল

প্রকাশের সময়: ৪:১৫ অপরাহ্ণ - বুধবার | আগস্ট ৮, ২০১৮

তৃতীয় মাত্রা :
মোঃ লুৎফর রহমান, হাকিমপুর( দিনাজপুর) প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় আনন্দ মিছিলটি ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বর থেকে প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় ক্যাম্পাস চত্বরে শেষ হয়। আনন্দ মিছিল শেষে এক সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের দাবীতে দেশব্যাপী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও শিক্ষার্থীদের ৯ দফা দাবী মেনে নিয়েছেন তিনি। এরপর কিছু কুচক্রীমহল এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। সমাবেশে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আমির হোসেন মন্ডল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম, এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমুখ।

Read previous post:
জাতিয় দৈনিক আমার সময় ও দৈনিক প্রথম ভোর পত্রিকা ও সি টি জি ক্রাইম টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি কার্যালয় অফিসের শুভ উদ্বোধন

তৃতীয় মাত্রা : অাফরোজা ইয়াছমিন নাটোর জেলা প্রতিনিধি : গত সোমবার জাতিয় দৈনিক আমার সময় ও দৈনিক প্রথম ভোর পত্রিকা...

Close

উপরে