Logo
বুধবার, ১৭ জুলাই, ২০১৯ | ২রা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ

ইউপি সদস্যের পা ভেঙ্গে দিল প্রতিপক্ষ

প্রকাশের সময়: ১:২৫ অপরাহ্ণ - বৃহস্পতিবার | জানুয়ারি ২৬, ২০১৭

দৈনিক তৃতীয় মাত্রাঃ

শফিউর ররহমান সেলিম,গফরগাঁও প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। এ সময় তার ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
২৫ জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গফরগাঁও থানার ওসি মাহাবুল আলম জানান।

আহত আফির উদ্দিন (৬৫) রাওনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তাকেসহ দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, পাঁচুয়া গ্রামের জালাল উদ্দিনের কাছ থেকে ২৫ বছর আগে ৯৭ শতাংশ জায়গা কিনেন ইউপি সদস্য আফির উদ্দিন। এরপর থেকে আফির উদ্দিনই জায়গাটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি জায়গাটির দখল নিয়ে বিরোধের সৃষ্টি হয় তাদের মধ্যে।

আহত আফির উদ্দিন বলেন, দুপুরে বাড়ির পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় স্থানীয় জালাল উদ্দিনের ছেলে আরিফ ও সামানের নেতৃত্বে ৫/৭জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় তার ডান পা ভেঙে যায়।

আফির উদ্দিনকে বাঁচাতে এসে হামলায় তার ভাই সামাদ (৫৫), ভাতিজা ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সুজন (৩২), ভাতিঝি হাসনা (২৮) আহত হয়েছেন।

সুজনকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ওসি মাহাবুল বলেন, ইউপি সদস্য আফির উদ্দিনের ওপর হামলার ঘটনায় এরশাদ (২৮) ও আবু তাহের (৫০) নামে দুইজনকে আটক করা হয়েছে।

Read previous post:
ফেনীতে আগ্নেয়াস্রও মাদকসহ তিনজন গ্রেপ্তার

দৈনিক তৃতীয় মাত্রাঃ কাজী নজরুল ইসলাম,ফেনী সদরঃ ফেনী শহরের মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে বিদেশী আগ্নেয়াস্ত্র, চারটি...

Close

উপরে