শেখ মওদুদ আহমেদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি : অগ্রণী ব্যাংক লিমিটেড হরিপুর সিলেট গ্যাস ফিল্ড শাখার অফিসার শেখ মওদুদ আহমেদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হছেছে।
মঙ্গলবার বিকেলে অগ্রণী ব্যাংক অফিসার সমিতি বাংলাদেশ আঞ্চলিক পরিষদ ঠাকুরগাঁও এর আয়োজনে অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় এবং ঠাকুরগাঁও শাখার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক লিমিটেড ঠাকুরগাঁও অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আক্তার হাসান। অগ্রণী ব্যাংক অফিসার সমিতির ঠাকুরগাঁও এর সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। সাধারণ সম্পাদক মোঃ সেলিম রব্বানী। অগ্রণী ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় ঠাকুরগাঁও এর প্রিন্সিপাল অফিসার কানিজ ফাতেমা। সিনিয়র অফিসার মোহাম্মদ, জামিল আশরাফ মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।