জিনদপুর প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের পুরস্কার তুলে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল
তৃতীয় মাত্রা
মো. সফর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর প্রিমিয়ার লীগের এক যুগ পূর্তিতে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাফসান স্পোটিং ক্লাব কে হারিয়ে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জিনদপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী হাসান উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ক্রিকেট লীগের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
খেলায় প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শিক্ষক ইমতিয়াজ বেগ ইমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম সাদেক, নবীনগর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আবুল হোসেন সরকার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি আবু কাউছার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহির, নবীনগর থানা প্রেসক্লাব সভাপতি এম.কে জসিম উদ্দিন, সাংবাদিক মো. সফর মিয়া, মো. আব্দুল হাদি, মোঃ দেলোয়ার হোসেন,মো. মনির হোসেন, মোঃ শফিকুল ইসলাম বাদল, ওয়াহেদুজ্জামান দিপু, মো. সোহেল, মো. কাউছার স্বেচ্ছাসেবকলীগ নেতা ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক পারভেজ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক কায়েস আহমেদ, সহ সম্পাদক অ্যাডভোকেট রাছেল, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল মোমেন, পৌর যুবলীগের সহ সম্পাদক মাজেদুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, নবীনগর কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম রাজীব, জিনদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন রানা, জিনদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমীর হোসেন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সৈয়দ জামাল সহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
খেলায় রাফসান স্পোর্টিং ক্লাব কে ৮ উইকেটে পরাজিত করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ আমন্ত্রিত অতিথিরা।