দক্ষিন কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার
অদ্য ২২ ফেব্রুয়ারী, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪.০৫ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে জুয়ার আসর হতে জুয়া খেলা অবস্থায় ০৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ সুজন (৩৬), ২।মোঃ জাফর সরদার (৪২), ৩। মোঃ নাসির উদ্দীন হাওলাদার (৪৪) ও ৪। মোঃ রনি সিকদার (২৫), জানা যায়। এসময় তাদের নিকট থেকে জুয়া খেলায় ব্যবহৃত নাম সূতা দিয়ে বাধা ১৫৬ পিছ তাস, ০৫ টি মোবাইল ফোন ও নগদ ১২,৫০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি