Logo
শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯ | ৫ই মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ

নতুন আইফোনে যা কিছু নতুন

প্রকাশের সময়: ৩:৩০ পূর্বাহ্ণ - বৃহস্পতিবার | সেপ্টেম্বর ৮, ২০১৬

47দরজায় কড়া নাড়ছে নতুন আইফোন। আজ বুধবার যেকোনো সময় অ্যাপল ঘোষণা দেবে আইফোন ৭ ও ৭ প্লাস নামের দুটি স্মার্টফোন। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট-ব্লগে গত কয়েক মাস ধরেই নতুন আইফোনের নতুন নতুন সব ফিচার নিয়ে আনা গুঞ্জন উঠে এসেছে। বাজার বিশ্লেষকেরাও নতুন আইফোনের নানা ফিচারের কথা বলেছেন। নতুন আইফোনের নতুন ফিচারগুলো কী হতে পারে তা উঠে এসেছে মিরর অনলাইনের এক প্রতিবেদনে।
ডুয়াল স্পিকার
আইফোন ৭ ও ৭ প্লাসে থাকতে পারে ডুয়াল স্পিকার। হ্যান্ডসেটের নিচের দিকে এ দুটি স্পিকার বসানো থাকবে। এতে শব্দ শোনা, ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত হবে। এ ছাড়া উচ্চ শব্দের অডিও আউটপুটের জন্য ইন্টিগ্রেটেড অ্যামপ্লিফায়ার থাকার গুঞ্জন রয়েছে।

দ্বিতীয় প্রজন্মের থ্রিডি টাচ

উন্নত স্পিকার ছাড়াও নতুন আইফোনে দ্বিতীয় প্রজন্মের থ্রিডি টাচ (থ্রিডি টাচ ২) প্রযুক্তি যুক্ত করতে পারে অ্যাপল। এতে উন্নত ফিডব্যাক ও অধিক ফাংশন ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারী। এ ছাড়া ডিসপ্লেতে আইপ্যাডের মতো আরও উন্নত রং প্রদর্শন করার প্রযুক্তি যুক্ত হবে।


পেছনে ডুয়াল ১২ মেগাপিক্সেল ক্যামেরা

দুটি মডেলের নতুন আইফোনে পেছনের দিকে দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে যাবে ফোরকে রেজুলেশন মানের ভিডিও ধারণ করা যাবে। ক্যামেরা অভিজ্ঞতা উন্নত করতে দুটি এলইডি ফ্ল্যাশের পরিবর্তে চারটি এলইডি ফ্ল্যাশ ক্যামেরা যুক্ত করতে পারে অ্যাপল।


হেডফোন জ্যাকের বিদায়

আইফোনে সাড়ে তিন মিলিমিটার হেডফোন জ্যাককে বিদায় বলে দিতে পারে অ্যাপল। এর পরিবর্তে লাইটনিং কানেকটর যুক্ত করতে পারে। হেডফোন জ্যাক বিদায় করলে ফোন আরও কয়েক মিলিমিটার পাতলা হবে। ওয়্যারলেস ব্লুটুথ সুবিধার এয়ারপড আনতে পারে অ্যাপল।


পানিরোধী

নতুন আইফোন হবে পানিরোধী। আইপিএক্স ৭ রেটিং পাওয়া আইফোন ৭ ও ৭ প্লাসের ক্ষেত্রে অ্যাপল ওয়াচের মতো সুবিধা রাখবে অ্যাপল। এতে আইফোন ১ মিটার পানির নিচে আধঘণ্টা রাখা যাবে। বৃষ্টিতে ভিজলেও ক্ষতি হবে না।


নতুন অ্যানটেনা

আইফোনের নকশায় কিঞ্চিৎ পরিবর্তন আনতে পারে অ্যাপল। অ্যানটেনার স্থান কিছুটা পরিবর্তন করায় এই পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
অবশ্য নকশার দিক থেকে বড় ধরনের পরিবর্তনের আশা না করাই ভালো। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, আইফোন ৭ ও ৭ প্লাসের চেয়ে আইফোন ৮ এর নকশায় পরিবর্তনে বেশি কাজ করছে অ্যাপল কর্তৃপক্ষ।

Read previous post:
অ্যানড্রয়েড নুগাটে চালিত প্রথম ফোন আনল এলজি

অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যানড্রয়েড ৭ দশমিক শূন্য নুগাটে চালিত প্রথম স্মার্টফোন নিয়ে এসেছে এলজি। ‘এলজি ভি২০’ নামের এই...

Close

উপরে