সিদ্ধিরগঞ্জ, যাত্রাবাড়ী ও ডেমরায় ২টি কারখানাকে সিলগালাসহ জরিমানা
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
গত ১৬/০২/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১১:০০ ঘটিকা হতে ২০.০০ পর্যন্ত র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারোয়ার আলম এর পরিচালনায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এবং রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত নারায়নগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ এবং রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানা এলাকার ০৫ টি নকল সিরামিক, নকল ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার তৈরীর কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে বিএসটিআই এর অনুমোদনহীন নকল-মানহীন সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বিক্রয়ের দায়ে ০৫ টি প্রতিষ্ঠানকে মোট ৭,০০,০০০/- টাকা জরিমানা করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্টে প্রায় ২০ লক্ষ টাকার প্রায় ১৬ টন সিরামিক এবং ৮০০ কেজি ওয়াশিং পাউডার ধ্বংস করা হয়। একইসাথে সিরামিক ও ওয়াশিং পাউডার প্রতিষ্ঠানের ০২ টি কারখানা সিলগালা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, এই অসাধু ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশী বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে অনুমোদনহীন নকল-মানহীন সিরামিক, ওয়াশিং পাউডার ও ভেজাল খাবার উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল। প্রেস বিজ্ঞপ্তি