তাড়াশ উপজেলা আ’লীগের কাউন্সিলে আমজাদ মিলন সভাপতি সনজিত সা: সম্পাদক নির্বাচিত
সাহেদ আলী, চলনবিল প্রতিনিধি : চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সাবেক এমপি আমজাদ হোসেন মিলন ও সাধারণ সম্পাদক পদে সনজিত কর্মকার নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) তাড়াশ কেন্দ্রিয় ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সনজিত কর্মকারের পরিচালনায় ত্রি- বার্ষিক সম্মেলনটি উদ্বোধন করেন এবং রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ড. রোকেয়া সুলতানা, মেরিনা জাহান কবিতা, বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক হোসেন, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম. ম. আমজাদ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা ড. হোসেন মনসুর, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল হান্নান খাঁন, শামসুজ্জামান আলো, ইমরুল হোসেন তালুকদার, জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ। শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে
সাবেক এমপি ম. ম আমজাদ হোসেন মিলন সভাপতি এবং সনজিত কর্মকার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।