Logo
রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ | ১৩ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

রামগঞ্জে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশের সময়: ২:৫৫ অপরাহ্ণ - বৃহস্পতিবার | অক্টোবর ২৮, ২০২১

তৃতীয় মাত্রা

সাখাওয়াত হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ‍্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে পৌর শহরস্থ কলেজ রোডে দলের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন  বেগম খালেদা জিয়ার আরোগ‍্য, দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি ও সুস্থ‍্যতা কামণায় দোয়া করা হয়।

রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা পিএনপির সভাপতি সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ।

পৌর যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন বেগের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লা, সাবেক সভাপতি রফিক উল‍্যাহ পাটোয়ারী, সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এ‍্যাড. তোফাজ্জল হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ, পৌর যুবদল সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আওরেঙ্গজেব বাবলু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফিরোজ আলম, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা এখলাছ উদ্দিন, পৌর যুবদল নেতা জামাল পাটোয়ারী, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি শেখ ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, সাবেক  সাংগঠনিক সম্পাদক জামিল চৌধুরী, যুবদল নেতা সুমন চৌধুরী, কাউসার হামিদ, আজিজ মজুমদার, হারুন অর রশিদ, নুরুন আমিন শিপন, উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, পৌর ছাত্রদল আহবায়ক মুন্না, সদস‍্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি এবং যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Read previous post:
গুরুদাসপুরে দেড়শ’ বক অবমুক্ত করলেন ইউএনও

তৃতীয় মাত্রা গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :  নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার করে দেড়শ' বক অবমুক্ত করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা...

Close

উপরে