সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় নারী নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী, দুই সন্তানসহ ৪ জন।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায় নি।
হাটিকুরুল হাইওয়ে থানার সার্জেন্ট আব্দুল গনি জানান, স্বামী ও দুই সন্তানসহ ওই নারী একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। এসময় রাস্তা পার হতে গেলে ঢাকাগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু এবং আহত হয় স্বামী, দুই সন্তানসহ ভ্যান চালক।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।