যাত্রাবাড়ী এলাকা হতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২
তৃতীয় মাত্রা
অদ্য ২৮ জানুয়ারি, ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৪.১০ ঘটিকার সময় সিপিসি-১, র্যাব- ১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবির সোয়েব এর নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নং গেইট এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৫৫ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ১। হোসেন মোঃ মহসীন (৪৫) ও ২। মোঃ সাদ্দাম (২০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ ৯০০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।