
তৃতীয় মাত্রা
রানা সাত্তার(আনোয়ারা) চট্টগ্রামঃআনোয়ারা উপজেলাধীন বারশত ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিমচাল এলাকা থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ।গত বুধবার ২৭ জানুয়ারী সকাল সাড়ে আটটার দিকে কবিরের দোকান এলাকার উত্তরে জমির হোসেনের মেম্বারের বাড়ির পাশে ভরাটকৃত জায়গায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে আনোয়ারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বেলা ১১ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে প্রেরণ করা হয়।এসময় মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত মেয়েটির পরিচয় পাওয়া যায়নি।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, বুধবার সকাল সাড়ে আটটার স্থানীয়া জমির হোসেনের মেম্বারের বাড়ির পাশে ভরাটকৃত বসতভিটার খোলা মাঠের কোণায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে তাৎক্ষনিক ভাবে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।যার আনুমানিক ২০/২২ বছরের
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি অপরাধ চক্রের লোকজন অন্যক্ত থেকে মেয়েটিকে নিয়ে এসে হত্যা করে পেলে যায়। মৃতদেহের প্রাথমিক সরুতহালে জানা যায় মেয়েটির গায়ের রং শ্যামলা, হালকা পাতলা গড়ন, পড়নে ছিল সেলোয়ার কামিস, একটি জোড়া স্যান্ডেল ও একটি হাত ব্যাগ পাওয়া গেছে।