করোনায় আক্রান্ত হয়ে লন্ডনে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু
তৃতীয় মাত্রা
লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র দুই দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
তারা উভয় লন্ডনের ইলফোর্ড এলাকায় বসবাস করতে। মৃত্যু কালে বড় ভাই শেখ মইনুর রহমান বাদশার বয়স হয়েছিলো ৫৯ বছর । তিনি স্ত্রী, দুই ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি গত ২২ জানুয়ারী শুক্রবার রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যু বরন করেন।
একই হাসপাতালে তার ছোট শেখ আকবালুর রহমান বাহার ২৪ জানুয়ারী রবিবার মৃত্যু বরন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ রেখে গেছেন।
তাদের দেশের বাড়ী বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদার গ্রামে। বুধবার দুপুরে পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে জানাযার নামাজ শেষে লন্ডন গার্ডেন অফ ফিসে দাফন করা হয়েছে।