ইংল্যান্ডে ৮ মার্চের আগে শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে না : বরিস জনসন
তৃতীয় মাত্রা
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে ৮ মার্চের আগে লকডাউন শিথিল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে না।
তিনি বলেন, ফেইস টু ফেইস শিক্ষাদান শুরু করতে সরকার ইচ্ছুক তবে এর আগে অনেক কিছুর উপর নির্ভর করছে স্কুল কবে চালু হবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, তাদেরকে স্কুলে ফিরিয়ে দেয়া হবে লকডাউন শিথিলের প্রথম পর্যায়।
তিনি আজ পার্লামেন্টে তার বক্তব্যে এবং টেন ডাউনিং স্ট্রিটেও নির্ধারিত সংবাদ সম্মেলনে একই বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, পিছিয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনা উচিত।