Logo
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ | ১২ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

দেশের সব সোনার দোকান বন্ধ আজ

প্রকাশের সময়: ১১:০৪ পূর্বাহ্ণ - বুধবার | অক্টোবর ১৩, ২০২১

তৃতীয় মাত্রা

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে আজ বুধবার (১৩ অক্টোবর) সারা দেশে সোনার দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ অক্টোবর) দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সমিতির সিদ্ধান্ত অনুযায়ী পূজার দিন বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

Read previous post:
সার্বিয়াকে জনশক্তি নেওয়ার প্রস্তাব

তৃতীয় মাত্রা বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ-আধা দক্ষ কর্মী নেওয়ার জন্য সার্বিয়াকে প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।...

Close

উপরে