Logo
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

সাতক্ষীরায় দূর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত

প্রকাশের সময়: ৫:০৫ অপরাহ্ণ - মঙ্গলবার | অক্টোবর ১২, ২০২১

তৃতীয় মাত্রা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে সাতক্ষীরায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা প্রাঙ্গণে এ দূর্যোগ প্রশমন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক, মো. তারেক হাসান ভুইয়া, সাতক্ষীরা সদর উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার অঘর্য দেব নাথ, খলিলনগর চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন প্রমুখ।

এ সময় সেখানে অগ্নিকান্ড, ভূমিকম্পসহ প্রাকৃতিক দূযোর্গ থেকে মানুষকে প্রাথমিক ভাবে কিভাবে উদ্ধার করতে হয় সেগুলো প্রদশর্নীর মাধ্যমে তুলে ধরা হয়।

Read previous post:
দৌলতদিয়া ফেরিঘাট : ৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ সাড়ি

তৃতীয় মাত্রা মইনুল হক মৃধা, গোয়ালন্দ : ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত বাংলাদেশের ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথ।...

Close

উপরে