Logo
শুক্রবার, ০৫ মার্চ, ২০২১ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ

সেরাম ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনায় ৫ জনের প্রাণহানি

প্রকাশের সময়: ৭:১০ অপরাহ্ণ - বৃহস্পতিবার | জানুয়ারি ২১, ২০২১

তৃতীয় মাত্রা

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা উৎপাদানকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিউটের একটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়েন্ত্রণে এনেছে দেশটির দমকল বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর জানা গেছে। এই তথ্য জানানো হয়েছে এনডিটিভির এক প্রতিবেদনে।

হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আগুনে লাগার ঘটনার তিন ঘণ্টা পর পুনের জেলা কালেক্টর রাজেশ দেশমুখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর ঘটনায় এক টুইট বার্তায় সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রধান আদর পুনাওয়ালা বলেছেন, এই ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার ঘটনায় বিল্ডিংয়ে পাঁচজন মানুষ আটকা পড়ে। কিন্তু তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। আগ্নিকাণ্ডের ঘটনায় করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনে আঘাত হানার সম্ভাবনা নেই।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

 

Read previous post:
কিউলেক্সসহ অন্যান্য মশা নিধনের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

ফাইল ছবি তৃতীয় মাত্রা সকলের সমন্বিত উদ্যোগে এডিস মশার ন্যায় কিউলিক্স ও অ্যানোফিলিসসহ অন্যান্য প্রজাতির মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে...

Close

উপরে