Logo
বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ | ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৬১৬ জন পাবে জমিসহ ঘর 

প্রকাশের সময়: ৬:০৫ অপরাহ্ণ - বৃহস্পতিবার | জানুয়ারি ২১, ২০২১

তৃতীয় মাত্রা

(কিশোরগঞ্জ) প্রতিনিধি: আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উপর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দুলাল চন্দ্র সূত্রধর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ’সহ জেলা পর্যায়ের সকল গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। ইতোমধ্যে ঘরসমূহের বিদ্যুৎ ও খাবার পানীর জন্য টিউবওয়েল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গৃহ নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত প্রাক্কলন ও ডিজাইন অনুযায়ী সর্বোচ্চ গুনগতমান বজায় রেখে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ জেলায় মোট ৬১৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হবে। কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ জানুয়ারি সকাল ১০.৩০ ঘটিকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশে ৬৬,১৮৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি এবং ৩৭১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ব্যারাক হাউজের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন। উপজেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযােদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বসাধারণ অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।
Read previous post:
কিশোরগঞ্জে ১৭৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

তৃতীয় মাত্রা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ১৭৬০ পিস ইয়াবাসহ মোঃ মামুন মিয়া (২৬)...

Close

উপরে