Logo
বুধবার, ০৩ মার্চ, ২০২১ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ

শপথের আগে স্ত্রীকে নিয়ে গির্জায় বাইডেন

প্রকাশের সময়: ৯:৪৯ অপরাহ্ণ - বুধবার | জানুয়ারি ২০, ২০২১

তৃতীয় মাত্রা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগে ওয়াশিংটন ডিসির একটি গির্জায় অনুষ্ঠিত প্রার্থনায় সস্ত্রীক যোগ দিয়েছেন জো বাইডেন।

এ সময় তার সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সেনেটর মিচ ম্যাককনেল ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন দ্বিতীয় রোমান ক্যাথলিক প্রেসিডেন্ট। তার আগে ছিলেন ডেমোক্র্যাট জন এফ কেনেডি।

১৯৬৩ সালে আততায়ীদের গুলিতে কেনেডি নিহত হওয়ার পর এই গির্জাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল।

কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তার সঙ্গে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। সেখানে উপস্থিত থাকছেন না ট্রাম্প।

তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উপস্থিত থাকবেন। ইতিমধ্যে তিনি উপস্থিত হয়েছেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ক্লিনটন উপস্থিত হয়েছেন।

সূত্র: বিবিসি

Read previous post:
দাগহীন এবং উজ্জ্বল ত্বকের জন্য ফলের খোসা ব্যবহার করুন

তৃতীয় মাত্রা তৃতীয় মাত্রা স্বাস্থ্য ডেস্ক : দাগহীন এবং উজ্জ্বল ত্বকের জন্য তাজা ফল খাওয়া খুব ভাল বলে আমরা জানি।...

Close

উপরে