ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত “ডিজিটাল বাংলাদেশ” বাস্তবায়নে আমরা শতভাগ সফল হয়েছি : এমপি শাওন
তৃতীয় মাত্রা
মোহাম্মদ তন্ময়, তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি : ‘ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত “ডিজিটাল বাংলাদেশ” প্রতিষ্ঠা করা ছিল আমাদের অঙ্গীকার। এই অঙ্গিকার বাস্তবায়নে আমরা শতভাগ সফল হয়েছি। অনলাইন মাধ্যমে অপ-প্রচারকারীদের রুখে দেওয়ার জন্য ও বর্তমান সরকারের উন্নয়ন প্রচারে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোলার তজুমদ্দিনে দ্বীপবন্ধু ডিজিটাল ফোরাম চাঁচড়া ইউনিয়ন শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।
বুধবার সকাল ১০টায় সংগঠনের প্রধান উদ্যোক্তা মিরাজ উদ্দিনের পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁচড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি সামছুদ্দিন মাষ্টার, ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ঈসতিয়াক হাসান, ছাত্রলীগ নেতা সাদির হোসেন রাহিম, চাঁচড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কবির ঢালি, চাঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আল আমিন, যুবলীগ নেতা মেহেদী হাসান মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।