Logo
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১ | ২২শে অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

সিলেটে পেঁয়াজের ঝাঁঝে অস্থির বাজার

প্রকাশের সময়: ৯:১৬ অপরাহ্ণ - রবিবার | অক্টোবর ১০, ২০২১

তৃতীয় মাত্রা

রুহুল ইসলাম মিঠু, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে বাড়তে শুরু করেছে পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা। বাড়ছে শাক-সবজি ও সয়াবিন তেলের দামও। শনিবার (৯ অক্টোবর) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহেও দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন তা ২৫ টাকা বেড়ে ৬৫ টাকায় দাঁড়িয়েছে। ভারতীয় পেঁয়াজ ৪৫ থেকে বেড়ে ৭০ টাকা। নগরীর মদিনা মার্কেট এলাকার সবজি বাজারে আসা ক্রেতা শহিদুল ইসলাম বলেন, সাতদিন আগে ভ্যান থেকে পেঁয়াজ ৪০ টাকা কেজি কিনেছি। অথচ আজ বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। একই পেঁয়াজ মুদি দোকানে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে আকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। এদিকে বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম শাক-সবজি। অন্যান্য সবজির পাশাপাশি নগরীর বাজারগুলোতে সরবরাহ রয়েছে মুলাশাক, লালশাক, লাউয়ের পাতা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটোসহ আরও কয়েকটি শীতকালীন সবজির। সবই চড়া দামেই বিক্রি হচ্ছে। কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি লাল শিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ৮০ টাকা কেজিতে। সবুজ শিম ১৩০ টাকা। টমোটো গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও আজ ১২০-১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি ছোট ৫০-৭০, নতুন ফুলকপি প্রতি কেজি ১৩০-১৫০, মুলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক, মুলাশাক প্রতি আঁটি ১০ টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি কেজি পেঁপে ২০, চিচিঙ্গা, ঢেঁড়শ, বরবটি ও পটল ৫৫ এবং জলপাই বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

Read previous post:
এ বছর বাগেরহাটে ৬৩৩টি পূজা মন্ডপে হবে দুর্গা পূজা

তৃতীয় মাত্রা উজ্জ্বল কুমার দাস (কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি : মহালয়ের চণ্ডীপাঠ, বন্দনা গীতি ও গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা...

Close

উপরে