Logo
রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ | ১৩ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

ধর্মের অপব্যাখা দিয়ে রাজনীতি করলে দমন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশের সময়: ৭:৪৯ অপরাহ্ণ - রবিবার | অক্টোবর ১০, ২০২১

ফাইল ছবি

তৃতীয় মাত্রা

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, নির্বাচনের সময় ধর্মের অপব্যাখা দিয়ে যারা অপশক্তির রাজনীতি করতে চায়, তাদের কঠিন ভাবে দমন করা হবে। দেশে নির্বাচন আসলে কিছু কিছু ইসলামি দলগুলো মানুষের মধ্যে অপপ্রচার চালিয়ে ভোটারদের বিব্রত করে, তাদের বিরুদ্ধে সরকার সর্তক অবস্থানে আছে।

রবিবার বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্ম মন্ত্রনালয় আয়োজিত ধর্মীয় সম্প্রতি উন্নয়নে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, হজ্জের নিবন্ধনের সিরিয়াল অনুযায়ী সবাইকে হজ্বে যেতে হবে। কোন ভাবেই সিরিয়াল ভেঙ্গে যাওয়া যাবে না। তার যার আত্মীয় হোক। নিয়ম মেনেই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হজ্জে যেতে হবে। হজ্জে গিয়ে কোন এজেন্সি হাজীদের কষ্ট দিলে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

আগামীকাল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সকল মন্দিরে অনুদান প্রদানসহ যথাযোগ্য মর্যাদায় পূজা উদযাপনের ব্যবস্থা নিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপন, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানসহ স্থানীয় রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মের ইমাম, পুরোহিত গণ।

এর আগে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা মূলক দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। পরে জেলার মডেল মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

Read previous post:
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজনিজ ধর্ম পালন করে : এমপি বাবু

তৃতীয় মাত্রা ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যন্য দৃষ্ঠান্ত আমাদের এই বাংলাদেশ। এ দেশে সকল সম্প্রদায়ের মানুষ...

Close

উপরে