Logo
রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ | ১৩ই অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব সৌদি প্রিন্সের ‘নিউক্যাসল’

প্রকাশের সময়: ৯:২১ অপরাহ্ণ - শুক্রবার | অক্টোবর ৮, ২০২১

তৃতীয় মাত্রা

প্রায় ৩০ কোটি পাউন্ডের বিনিময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কিনে নিল সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ)। যে সংস্থাটির প্রধান হচ্ছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

এতদিন প্রিমিয়ার লিগে সবচেয়ে ধনী ক্লাব হিসেবে বিবেচিত হতো ম্যানচেস্টার সিটি। ২১ বিলিয়ন পাউন্ড সম্পদের মালিক শেখ মানসুর হলেন সিটির মালিক। কিন্তু নিউক্যাসলকে কিনে নেয়া সৌদি মালিকানাধীন কনসোর্টিয়ামটির সম্পদের পরিমান প্রায় ৩২০ বিলিয়ন পাউন্ড। তাই শুধু প্রিমিয়ার লিগ নয় বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হলো নিউক্যাসল।

ইংলিশ ক্লাবটি কিনে নেয়ার আগে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব ছিল ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। কাতার ইনভেস্টমেন্ট অথোরিটির অর্থায়নে পরিচালিত হয় ক্লাবটি। যাদের সম্পদের পরিমান প্রায় ২২০ বিলিয়ন পাউন্ড।

একনজরে বিশ্বের শীর্ষ ১০ ধনী ক্লাব ও তাদের সম্পদের পরিমান (পাউন্ডে):

১. সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ) – নিউক্যাসল ইউনাইটেড – ৩২০ বিলিয়ন
২. কাতার ইনভেস্টমেন্ট অথোরিটি – প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) – ২২০ বিলিয়ন
৩. শেখ মানসুর – ম্যানচেস্টার সিটি – ২১ বিলিয়ন
৪. ডিট্রিস মাতেসিৎস – আর.বি লাইপজিগ ও আর.বি সালর্সবুর্গ – ১৫.৭ বিলিয়ন
৫. আন্দ্রেয়া আগনেল্লি – জুভেন্টাস – ১৪ বিলিয়ন
৬. রোমান আবরামোভিক – চেলসি – ১০.৫ বিলিয়ন
৭. ফিলিপ আনশুটজ – এল.এ গ্যালাক্সি – ৮.১ বিলিয়ন
৮. স্টান ক্রোয়েনকে – আর্সেনাল – ৬.৮ বিলিয়ন
৯. জাং জিনদং – ইন্টার মিলান – ৬.২ বিলিয়ন
১০. গুও গুয়াংচাং – উলভারহ্যাম্পটন – ৫.২ বিলিয়ন

Read previous post:
মুঘলদের হিরা-পান্নার চশমা নিলামে

তৃতীয় মাত্রা মূল্যবান রত্ন হিরা ও পান্না দিয়ে তৈরি এক জোড়া বিরল চশমা নিলামে উঠছে।  এই চশমা ভারতের মুঘল আমলে...

Close

উপরে