অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন সাংসদ খোকা
তৃতীয় মাত্রা
আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে ও জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় ব্যক্তিদের কম্বল বিতরণ করলেন স্থানীয় সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকা।
সোমবার(১৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সাংসদ ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জব্বার মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ, নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান এবং সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক মেম্বারসহ প্রায় ১০০জন জন উপস্থিত ছিলেন।