হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এসআইসহ দুই পুলিশ সদস্যের
তৃতীয় মাত্রা
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশের ডিএসবি শাখায় কর্মরত এস আই আব্দুল মতিনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে হাতিবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যরা হলেন ডিসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মজিবর রহমান।
হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা হলে চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।