অসহায়-দুঃস্থ নারীদের পাশে দাঁড়ালো স্বর্ণনারী এসোসিয়েশন
তৃতীয় মাত্রা
রংপুর প্রতিনিধি : রংপুরে অসহায়-দুঃস্থ নারীদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বর্ণনারী এসোসিয়েশনের উদ্যোগে গতকাল সোমবার দুপুরে নগরীর জুম্মাপাড়ার শিল্পকুঠির মাঠে ৮০ জন তালিকাভুক্ত অসহায়-দুঃস্থ নারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১টি করে কম্বল এবং সামগ্রী হিসেবে ৪ কেজি চাউল ও ১ কেজি আটা খাদ্য বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বর্ণনারী এসোসিয়েশনের সভাপতি মঞ্জুশ্রী সাহা, সহ-সভাপতি নাজমুন নাহার দিনা, কোষাধ্যক্ষ তাসমিন আফরোজ, সদস্য সামসাদ বেগম গিনি, মাহফুজা রফিক, ডাঃ ফ্লোরা শাহীন আক্তার, ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, মোর্শেদা খাতুন, নাহীদ আক্তার রীভা, আক্তার বানু, কলি জামান প্রমুখ।