বানিয়াচংয়ে আন্তজেলা ডাকাত দলের অন্যতম সদস্য ইফসুফ ডাকাত গ্রেফতার
তৃতীয় মাত্রা
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আন্তজেলা ডাকাত দলের সদস্য বানিয়াচঙ্গের কুখ্যাত ডাকাত ইফসুফকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গত ১৭.০১.২০২১ বিকালে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন নেতৃত্বে পুলিশের পুরো ইউনিট সদরের সংগ্রাম রায়ের পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত ইউসুফকে গ্রেফতার করে। তাকে গ্রেফতারে অনেকবার অভিযান চালালে চুুর ইফসুফ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এবার তাকে গ্রেফতারে বিশেষ কৌশল অবলম্ভন করে তার নিজ ঘর থেকেই ইউসুফকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ডাকাত ইফসুফ এর বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি ধর্ষণ, ১টি মাদকসহ ৭টি মামলা রয়েছে। সবগুলো মামলারই পরোয়ানাভূক্ত আসামী ডাকাত ইউসুফ। এদিকে ডাকাত ইউসুফ এর গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাকাত ইউসুফ একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালদে রিমান্ডের আবেদন করা হবে বলেও তিনি জানান।