গোয়ালন্দ পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে যৌথ সভা অনুষ্ঠিত
তৃতীয় মাত্রা
মইনুল হক মৃধা, গোয়ালন্দ : আসন্ন গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডলে এর নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) বিকাল ৩ঃ৩০ মিনিটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় উপজেলার নব ননির্বাচিত চেয়ারম্যান মোস্তফা মুন্সীর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আ’লীগের সাধারন সম্পাদক, কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত সহ আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আ’লীগের প্রচার সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ’লীগের সহসভাপতি (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা,মামুন অর রশিদ, যুগ্নসাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দির রনি, উপ দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, উপ প্রচার সম্পাদক এনামুল হক মৃধা, পৌর আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় সহ গোয়ালন্দ উপজেলা আ’লীগ, সেচ্ছাসেবক লীগ, পৌর আ’লীগ, কৃষকলীগ,যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সহ সকল সহযোগী সংগঠনের অন্যন্যা নেতাকর্মী বৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা আ’ লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, দলীয় প্রতীক নৌকার সাথে কোন দলীয় নেতা বা কর্মীরা কেউ বেইমানি করলে তার বিরুদ্ধো কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এবং কাঁধে কাধ মিলে সবাই নৌকা প্রতীকের প্রতি ভোট চেয়ে নজরুল ইসলাম মন্ডল কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ্ জয়ী আমরা হবোই।