বরগুনায় সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক
তৃতীয় মাত্রা
বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলায় ঢাকা থেকে আসা সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে ডিবি পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৪জানুয়ারী) সকালে ডিবি ওসি খন্দকার জাকির হোসেন হোসেন এর নেতৃত্বে হাবিবুর রহমান তামিম (২৩) ও রিয়াজ গাজী (৩৫) নামক দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেনঃ পটুয়াখালীর, কলাপাড়া থানার, মধুপারা, ধানখালি সপ্নের ঠিকানা এলাকার সহিদ শিকদারের পুত্র হাবিবুর রহমান ও মোঃ রহমান গাজীর পুত্র রিয়াজ গাজী।
এ ব্যাপারে ওসি (ডিবি) খন্দকার জাকির হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সকালে সুন্দরবন-৭ লঞ্চে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২কেজি গাজাঁ উদ্ধার করা হয়।মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।