Logo
রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ | ১লা কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

প্রকাশের সময়: ৫:২৩ অপরাহ্ণ - বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৬, ২০২১

তৃতীয় মাত্রা
কামরুজ্জামান,ফরিদগঞ্জ থেকে : ফরিদগঞ্জে বাবুল মিয়া (৪৫) নামের এক নির্মাণ শ্রমিক আত্মহনন করেছে। উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মধ্যপোঁয়া গ্রামে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। বাবুল মিয়া ওই গ্রামের মৃত মুখলেছুর রহমানের ছেলে। তিনি ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের জনক। পরিবারের লোকজন ও বড় মেয়ে রিমা জানায়, আমার বাবা সকালে নাস্তা করে বাড়ির বাহিরে গিয়ে আবার কিছুক্ষনের মধ্যেই ফিরে এসে ঘরে ঢুকে নিশ্চুপ বসে থাকেন। আমরা সবাই বাড়ীর কাজে ব্যস্ত ছিলাম। প্রয়োজনে ঘরে ঢুকে দেখি বাবার ঝুলন্ত মৃত দেহ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় রয়েছে। মাধ্যমিক স্কুলে পড়–য়া রিমা আক্তার আরো জানান, বেঁচে থাকতে পারে ভেবে আমার ছোট বোনের সহযোগিতায় মাটিতে নামাই। এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে পুলিশকে খবর দেন। স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, আমি বিস্তারিত জানি না, তবে প্রতিবেশীদের কেউ বলেন, স্ট্রোক করে মারা যান আবার কেউ বলেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । এ দিকে বাবুলের বাবুল মিয়ার সাথে নাকি তাদের বাড়ির কোন পরিবারের সাথে বিবাদ চলছিলো, এবিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছে। তার মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থানে এসেছি বিস্তারিত জানার জন্য। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। যতদুর জেনেছি বেশ কিছুদিন ধরে স্ত্রীর সাথে বাবুল মিয়ার মনমালিণ্য চলছে। পোষ্টমর্টেম রিপোর্টের পরই প্রকৃত ঘটনা জানা যাবে এবং তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Read previous post:
সৈয়দপুরে চোরাই মোবাইল ফোন উদ্ধারের জাদুকর ওবায়দুর

তৃতীয় মাত্রা আমিরুল হক, নীলফামারী থেকে : হারানো মোবাইল খুঁজে বের করাই যেন তাঁর অন্যতম নেশা। তিনি হলেন নীলফামারীর সৈয়দপুর...

Close

উপরে