সনমান্দী ইউনিয়নে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
তৃতীয় মাত্রা :
কায়েস ক্রীড়া যুব সংঘের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২জানুয়ারি) রাতে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের নাজিরপুর মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহ্ মোঃ সোহাগ রনি, ব্যবস্হাপনা পরিচালক, সুলতান কনস্ট্রাকশন লিমিটেড ও সাবেক সহ-সভাপতি, নারায়ণগন্জ জেলা ছাত্রলীগ।
নারায়ণগঞ্জ জজ কোর্টের এ্যাডভোকট মোঃকবির হোসেন সভাপতিত্বে পুরস্কার এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ গোলজার হোসেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদ,সমাজসেবক মোঃমতিন সরকার,মহিলা মেম্বার শাহীনা বেগম,সনমান্দী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জামাল হোসেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মোল্লা, এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
ফাইনালে সাইপ একাদশ বনাম আসিফ একাদশ অংশগ্রহণ করে। এতে ১৫/৫ পয়েন্টে আসিফ একাদশকে হারিয়ে সাইফ একাদশ দল চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। খেলায় ১০ টি দল অংশ গ্রহণ করে।