কাপাসিয়ায় মাদক কারবারী গ্রেফতার ৩
তৃতীয় মাত্রা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মাদক কেনাবেচার সময় এক নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
এসময় তাদের কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আসামীদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, কাপাসিয়া উপজেলাধীন খোদাদিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ রুহুল আমিন (৪৫) একই উপজেলার রাউৎকোনা গ্রামের মোঃ জামাল উদ্দিন প্রধানের ছেলে মোঃ সেলিম প্রধান (৩৫) ও তার স্ত্রী মোসাঃ পলি বেগম (২৫)।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কাপাসিয়া থানাধীন খোদাদিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ীর পাশের রাস্তায় মাদক কেচাবেচা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে এক নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানার এ এস আই মোঃ কফিল উদ্দিন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।