আশুগঞ্জে ইসলামী ফ্রন্টের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত
তৃতীয় মাত্রা
তসলিম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আশুগঞ্জে ইসলামী ফ্রন্টের কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলেক্ষে শনিবার সকালে আশুগঞ্জ চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় । আশুগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাও. কারী মো. নুরুল ইসলাম আল-ক্বাদরীর সভাপতিত্বে
কাউন্সিল সম্মেলন উদ্বোধকন করেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ সমন্বয় কমিটির সমন্বয়ক আলহাজ্ব অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন আল ক্বাদরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি অধ্যাপক গোলাম মাওলা, আশুগঞ্জ ফিরুজ মিয়া কলেজের অধ্যাপক খন্দকার মামুন উর রশিদ ,জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল জেলা ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক মাও. মাজহারুল ইসলাম আল-ক্বাদরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মাওলানা সামসুল হক ফারুকী, কসবা উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাও. আবুল বাইয়ান মাষ্টার, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাও. মহিউদ্দিন, মাও. এমদাদুল হক বকশী, ইসলামী ফ্রন্ট লালপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, যুবসেনার সভাপতি মাও. আনিসুল রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফেজ জুবায়ের আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান । সম্মেলন থেকে মাও নুরুল ইসলাম আলকাদরীকে আহবায়ক ও মাও.মনিরুজ্জামান হানাফীকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।